বিশাখাপত্তনমের এলজি পলিমার রাসায়নিক ইন্ডাস্ট্রি প্লান্টে ভয়াবহ গ্যাস লিক প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা

নতুন গতির নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ভাইজ্যাকের একটি রাসায়নিক প্লান্ট থেকে হঠাৎ গ্যাস লিক করে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় এর ফলে অভিযোগ উঠছে দুজন প্রবীণ নাগরিক এবং একটি 8 বছর বয়সী কিশোরী সহ কমপক্ষে আটজন মারা গেছেন এবং ৫ হাজারেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

    জানা গেছে, ভোর তিনটার দিকে লিকেজ এর ঘটনা ঘটেছিল এলজি পলিমারগোপালাপট্টনমের নিকট নাইডুথোটা এলাকার কাছে আর আর ভেঙ্কটাপুরমে । এই এই ঘটনার ফলে ওই এলাকার 3 কিমি অঞ্চলে স্থানীয়দের মধ্যে আতঙ্কের জন্ম দেয়। অনেককে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল কিছুকে শ্বাসকষ্টের মুখোমুখি হতে হয়েছিল। এলাকার মানুষের অভিযোগ করছেন তাদের গোটা শরীরে এবং চোখে নানান রেস জাতীয় জিনিস বেরিয়েছে