২৪ ঘণ্টার মধ্যেই গেরুয়া শিবির ছাড়লেন মেহতাব হোসেন

নতুন গতি প্রতিবেদক : বিজেপি যোগদানের ২৪ ঘণ্টার মধ্যেই গেরুয়া শিবির ছাড়লেন নব্য সদস্য মেহতাব হোসেন। ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মোদি-শাহকে বিঁধছেন তখন কার্যত তৃণমূলের ঘরের ছেলে কে কোল থেকে তুলে নিয়ে চমক দিয়েছিল রাজ্য বিজেপি।ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, ময়দানের পরিচিত ‘জেনারেল মিডফিল্ডার’ মেহতাবের বিজেপি তে যোগ নিয়ে বাঙালির উৎসাহও ছিলো তুঙ্গে।রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেছিলেন, দীপেন্দু বিশ্বাস, রহিম নবির মতো এবার নির্বাচনী লড়াইয়ে দেখা যাবে তাঁকে। তবে সেই খেলা শেষ হলো মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই।

    মেহতাব তার নিজের সোশ্যাল হ্যান্ডেলিং এ জানান, “আজ থেকে কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমি যুক্ত নই । আমার এই সিদ্ধান্তের জন্য আমার সকল শুভানুধ্যায়ীদের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি।”

    https://m.facebook.com/story.php?story_fbid=986668675137931&id=525511537920316