শুভেন্দু অধিকারী ‘অকৃতজ্ঞ, বেইমান, নরকের কীট’, নন্দীগ্রামে শহিদ স্মরণে বিস্ফোরক কুনাল ঘোষ

নতুন গতি নিউজ ডেস্ক: ‘অপারেশেন সূর্যোদয়’-এর বর্ষপূর্তি। নন্দীগ্রামে শহিদ স্মরণে তৃণমূল কংগ্রেস। তেখালির সভা থেকে শাসকদলের নিশানায় শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতাকে ‘অকৃতজ্ঞ, বেইমান, নরকের কীট’ বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

    বুধবার সভামঞ্চ থেকে নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, “আপনাদের কাছে মুখ্যমন্ত্রী নির্বাচনের সুযোগ এসেছিল। আপনারা মিস করেছেন।” এরপরই বিরোধী দলনেতার উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, “নন্দীগ্রামে উপ-নির্বাচন হবে। পুনর্গণনা হলে মমতা বন্দ্য়োপাধ্যায় ২২ হাজার ভোটে জিতবেন। শুভেন্দুকে ঘাড় ধরে নন্দীগ্রাম থেকে তাড়াব।” এদিনের বক্তৃতায় বেশির ভাগ সময়ই তৃণমূল নেতাদের নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী।

    কুণাল ঘোষের আরও অভিযোগ, “শুভেন্দু অকৃতজ্ঞ, বেইমান। নন্দীগ্রামে দিনের পর দিন বিষ ছড়িয়েছে শুভেন্দু। মানুষকে ভাগ করেছে শুভেন্দু। শুভেন্দু অধিকারী নরকের কীট। গদ্দার, মীরজাফর, বিভীষণ।”

    একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। যদিও তাঁর বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছে তৃণমূল। আদালতের দ্বারস্থ হয়েছে শাসকদল। তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, শুভেন্দুকে রাজনীতিতে জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গোটা পরিবারকেও রাজনীতির মঞ্চে জন্ম দিয়েছেন তিনিই। নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে কুণাল বলেন, “লড়াই আপনারা করেছেন। শহিদের রক্ত বিক্রি করে নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছে শুভেন্দু।”