|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টল থেকে এক ডাক্তারী পড়ুয়ার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ। মিনি ঘোষ নামে এক তরুণী চিকিৎসক মেদিনীপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের পিজিটি দ্বিতীয় বর্ষে পাঠরতা ছিলেন। মিনির বাড়ি মুর্শিদাবাদের কান্দির ঘোষবাটি গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, চাঁদ ঘোষ নামের এক চাষীর একমাত্র মেয়ে ছিল মিনি ঘোষ । মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ছিলেন, মিনি হঠাৎই মঙ্গলবার গভীররাতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ হোস্টেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন, তবে কি কারণে আত্মহত্যা করলেন তা এখনও অধরা। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে, ময়নাতদন্তের পরে পরিবারের হাতে মৃত্যু দেওয়া তুলে দেওয়া হবে বলে পুলিশ জানায়। জানা গেছে, বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজেই ময়নাতদন্ত হবে। আকস্মিক এই দুর্ঘটনায় স্তম্ভিত চিকিৎসক মহল।
সূত্রের খবর, সিনিয়র ডাক্তারদের সঙ্গে সেমিনারে অংশগ্রহন করার জন্য মিনি ঘোষ মঙ্গলবার প্রেজেন্টেশন তৈরি করেন। রাতে দশটা নাগাদ তাকে অনেক ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। তবে প্রকাশ্যে কেউই মুখ খুলেনি।