|
---|
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত বড়ঞা থানার সৈয়দ পাড়া এলাকায় একি পরিবারের 6 জনের মৃত্যু হয় কয়েকদিন আগে বর্ধমানের নতুন হাট এলাকায় পথদুর্ঘটনায়, বুধবার মন্ত্রী সুব্রত সাহা, বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ওই পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা প্রকাশ করেন এবং সেখানে সমবেদনা প্রকাশ করে আসার সময় কয়েকজন দুষ্কৃতী মন্ত্রী সুব্রত সাহার উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।
হামলার ফলে মন্ত্রী সুব্রত সাহা গুরুতর জখম হন বলে সূত্র মারফত জানতে পারে যাচ্ছে। বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই ঘটনার পর সরাসরি বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুরশিদ ও বড়ঞা ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলমের বিরুদ্ধে অভিযোগ করেছেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়, মন্ত্রী সুব্রত সাহার উপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফের প্রকাশ্যে এলো বলে রাজনৈতিক মহলের একাংশের মত।