আই সি এস ই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বর্ধমানের সম্বিত মুখোপাধ্যায়।

লুতুব আলি, বর্ধমান, ১৪ মে : আই সি এস ই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বর্ধমানের সম্বিত মুখোপাধ্যায়।আই সি এস ই পরীক্ষার সর্বভারতীয় স্তরে প্রথম স্থান দখল করল বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের সম্বিত মুখোপাধ্যায়। দশম শ্রেণীর এই পরীক্ষায় সর্বভারতীয় এর ভিত্তিতে সম্বিত মুখোপাধ্যায় প্রথম স্থান পাওয়ায় বর্ধমান শহরের শিক্ষা মহলে আলোড়ন পরে যায়। সম্বিত তৃতীয় শ্রেণী থেকেই প্রথম স্থান দখল করে আসছে। তাকে আর কেউ পিছনে ফেলতে পারেনি। সম্বিত মুখোপাধ্যায়ের বাবা একজন কেমিক্যাল বিজ্ঞানী, মা মেমারি থানার দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা। সম্বিত জানিয়েছে বড় হয়ে এসে সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চাই। শৈশব অবস্থা থেকে ই সম্বিত এর মেধা পরিলক্ষিত হয়। পড়ার সঙ্গে সঙ্গে সম্বিত খেলাধুলার প্রতি ও তার আগ্রহ আছে। তার ক্রিকেটও ভালো লাগে। সম্বিত জানিয়েছে : ক্লাসের টেক্সট বইগুলি খুঁটিয়ে পড়লে ভালো ফল করা সম্ভব। ভালো ফল করার জন্য সম্বিত এর পিতা মাতা কোনদিনই চাপ সৃষ্টি করেননি। তার একাগ্রতায় সে আজ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পেরেছে বলে সম্বিত মুখোপাধ্যায়ের পিতা মাতা মনে করেন। পরীক্ষায় মোট নাম্বার ছিল ৯০০ সম্বিত মুখোপাধ্যায়ের প্রাপ্ত নাম্বার ৮৯২ শতাংশ হারে তার প্রাপ্ত নাম্বার ৯৯.৮০ সম্বিত মুখোপাধ্যায় ইংরেজিতে পেয়েছে ১০০ বাংলাতে ৯৫ ইতিহাসে ১০০ ভূগোলে ৯৯ অংকে ১০০ ফিজিক্সে ৯৯ কেমিস্ট্রিতে ১০০ বায়োলজিতে ১০০ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১০০ এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমে সম্বিত মুখোপাধ্যায় জানান, যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে আগে ভালো মানুষ হওয়া দরকার।