বিদ্যুৎপৃষ্ট হওয়া মৃতদেহ দুটি তুলতে এলে পুলিশকে তাড়া এলাকাবাসীদের, সদাইপুর থানা এলাকায়

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ১১ হাজার ভোল্টের সংস্পর্শে তড়িদাহত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হল রবিবার বীরভূম জেলার সদাইপুর থানার রেঙ্গুনী গ্রামে।খবর পেয়ে স্থানীয় সদাইপুর থানার পুলিশ মৃতদেহ দুটি তুলতে এলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় এমনকি পুলিশকে তাড়া করে বের করে দেয় এলাকাবাসীরা। জানা যায়, রবিবার সকাল দশটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধান কাটার মেশিনের সঙ্গে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে তড়িদাহত হয়েই মৃত্যু হয় ঐ দুই যুবকের।সম্পর্কে তাঁরা দু ভাই। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে চাঞ্চল্য ছড়ায়। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃতদের এক আত্মীয় মনীশ তোমর জানান, উত্তর প্রদেশের মথুরা জেলার কশিকালান ফালিন গ্ৰামের বিষ্ণু তানওয়ার (২২), বিকাশ তানওয়ার (২৪) নামে দুই ভাই ধান কাটার মেশিন নিয়ে পশ্চিমবঙ্গে এসেছিল ধান কাটার কাজে। আজ সকাল দশটা নাগাদ ধান কাটার গাড়ি নিয়ে যশপুর গ্ৰাম পঞ্চায়তের ছানুচ গ্ৰাম থেকে ধান কাটার পর সদাইপুর থানার রেঙ্গুনী গ্ৰামের পথে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তার গাড়ির সাথে লেগে যাওয়ায় এই দুর্ঘটনা।

    ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের।খবর পেয়ে ঘটনাস্থলে সদাইপুর থানার পুলিশ এলে ক্ষিপ্ত জনতা পুলিশকে তাড়া করে এলাকা ছাড়া করে। এলাকাবাসীদের দাবি, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা যতক্ষণ পর্যন্ত সরজমিনে না আসছে ততক্ষণ পর্যন্ত দেহ ছাড়া যাবে না। তাদের অভিযোগ, ১১ হাজার ভোল্টের তার অনেকটা নীচে ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে। তাই এই বিষয়টা বিদ্যুত দপ্তরের আধিকারিককে বহুবার জানিয়েছি তবুও সুরাহা হইনি। অবশেষে গ্রামবাসীদের প্রচেষ্টায় মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় বলে সূত্রের খবর।