মেমারি থানার ওসি নেতৃত্বে ফের অভিযান চালিয়ে গোডাউন থেকে ৪৭টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার হয়

সেখ সামসুদ্দিনপুলিশি অভিযানে ফের উদ্ধার হল বড় সংখ‍্যার অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সিলিন্ডার উদ্ধারে বড় সাফল্য মেমারি থানার। এদিন পুনরায় হানা দিয়ে মেমারি ২ ব্লকের পাহাড়হাটি থেকে ৪৭টি জাম্ব অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করে মেমারি থানার পুলিশ। উল্লেখ্য গত রবিবার গোপন সুত্রে খবর পেয়ে মেমারি ২ ব্লকের পাহাড়হাটী বিডিও অফিসের সন্নিকট থেকে ৯টি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করেছিল মেমারি থানার পুলিশ। ঐদিনই মেমারি শহর থেকে আরও একটি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছিল। ঠিক তার পরের দিনই আরও চারটি অক্সিজেন সিলিন্ডার পাহাড়হাটী এলাকার অপর একটি গোডাউন থেকে বাজেয়াপ্ত করে মেমারি থানার পুলিশ। সোমবার অভিযুক্ত দিপঙ্কর দত্তকে বর্ধমান আদালতে তুলে ৪ দিনের পুলিশি হেফাজতে নেয়া হয়। এদিন সকালে অভিযুক্ত দীপঙ্কর দত্তকে নিয়ে মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে ফের অভিযান চালায় পুলিশ। আজ আরও একটি গোডাউন থেকে ৪৭টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত অক্সিজেন সিলিন্ডারগুলোকে জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।