|
---|
নিজস্ব প্রতিবেদক- অবশেষে আধার কার্ড সমস্যার সমাধান হতে চলেছে মুরারই ও পাইকর থানাতে।দীর্ঘ এক মাস ধরে আন্দোলন করে যাচ্ছিলেন মুরারইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা নিন্দা ও প্রতিবাদ ওয়েলফেয়ার সোসাইটি, তাদের দাবি মুরারই থানাতে মাত্র একটি আধার সেন্টার ছিল সেটা মুরারই স্টেট ব্যাংকে। মুরারই ও পাইকর থানার বহু ব্যক্তির আধার কার্ডে অসংখ্যা ভুল এসেছে এর ফলে হয়রানির শিকার হতে হচ্ছিল সাধারণ মানুষকে । তাদের হয়রানির কথা ভেবেই পথে নেমেছিল এই স্বেচ্ছাসেবী সংস্থা। এই স্বেচ্ছাসেবী সংস্থার একটি টিম বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক দের সাথে যোগাযোগ করে আধার সমস্যার কথা বারবার তুলে ধরেন। নিন্দা ও প্রতিবাদ ওয়েলফেয়ার সোসাইটির এক সদস্য জানান স্টেট ব্যাংকে সারা দিনে মাত্র 10 টি করে আধার কার্ড সংশোধন করা হতো কিন্তু এভাবে চললে কয়েক বছর সময় লেগে যাবে। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি টিম পাইকর ও মুরারই থানায় আসেন এবং সমস্ত ব্যাপারটি পর্যবেক্ষণ করে যান। তারা জানান খুব শীঘ্রই মুরারই ও পাইকর পোস্ট অফিসে আধার সেন্টার খোলা হবে। মুরারই পোস্ট অফিসে খুব শীঘ্রই এই পরিষেবা শুরু হবে তবে পাইকর পোস্ট অফিসে পুজোর পরেই আধার সংশোধন শুরু হবে বলে তারা জানান।