|
---|
নিজস্ব প্রতিবেদক- পাইকর থানার বিভিন্ন গ্রামে বেড়েছে পাগলা কুকুরের উপদ্রব। দল বেঁধে এসব কুকুর পথচারীদের ওপর আক্রমণ চালাচ্ছে। শিশু-বৃদ্ধসহ রেহাই পাচ্ছে না কেউই। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাঠিয়া, ইদ্রাকপুর লাগোয়া বিভিন্ন গ্রামগুলিতে। আমাদের নিজস্ব সংবাদদাতা এই খবর নিশ্চিত করেছেন। জানা গেছে মানুষের পাশাপাশি গৃহপালিত পশুদের উপর আক্রমণ চালাচ্ছে এই পাগলা কুকুর গুলি। শাবনুরি শেখ নামে এক ব্যবসায়ী জানান কুকুরের অত্যাচারে বাড়ির ছোট ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় করছে। পথযাত্রী মানুষদের দেখলেই ছুটে আসছে তাদের দিকে। তিনি আরও জানান এর ফলে খুব সমস্যায় পড়তে হয়েছে আমাদের। আবার অন্য চিত্র ধরা পড়েছে মুরারই গ্রামীণ হাসপাতালে সেখানে দেখা গেছে হাসপাতালে ভিতরেই কুকুরের অবাধ বিচরণ। রোগীর বেডের নীচে বসবাস করছে কুকুরগুলো। হেলদোল নেই প্রশাসনের । রোগীর আত্মীয়রা জানান হাসপাতালে এটা নতুন কিছু নয় এগুলো নিত্যদিনের ঘটনা।