|
---|
আজিজুর রহমান, গলসি : ২৭ শে এপ্রিল,আর কয়েকদিন পরই শেষ হচ্ছে মাহে রমজান। তারপরই মুসলিমধর্মীয় অবলম্বী মানুষদের পবিত্র ঈদুল ফিতর। যাতে ঘিরে ঈদগাহে মিলন মেলার সমাগম হয়। করোনার জন্য দুবছর সেই আনন্দে ভাটা পেরেছে। এবারে ঈদুল ফিতর যাতে গলসির মানুষের ভালভাবে পার হয় তারজন্য একটি সমন্বয় সভার আয়োজন করেন গলসি ওসি দীপঙ্কর সরকার। এলাকার মসজিদের ইমাম, ঈদগাহ ও মসজিদ কমিটির সদস্য এবং এলাকার জন প্রতিনিধিদের নিয়ে ওই সমন্বয় সভা করা হয়। সভায় আগত এলাকার মানুষের সকল ধরনের অসুবিধার কথা শোনেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। পাশাপাশি জাতীয় সড়ক ধারে ঈদগাহ গুলিতে নামাজ পরতে মানুষরা যাতে কোনরকম দুর্ঘটনার সম্মুখীন না হন তার জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। তাছাড়াও জাতীয় সড়ক পারাপারের জন্য পর্যাপ্ত ব্যারিকেট ও স্টাফিক নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন গলসি ওসি দীপঙ্কর সরকার। সভায় উপস্থিত ছিলেন, ডিএসপি হেড কোয়াটার অতনু ঘোষাল, মৌলানা ইয়াসিন হক, বিশিষ্ট সমাজসেবী, মহবুবুল হক স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব সহ এলাকার সকল গ্রামের ঈদগাহ কমিটির সদস্য ও মসজিদ কমিটির সদস্যরা। গলসি ওসি দীপঙ্কর সরকার বলেন, ঈদের দিনে হেলমেট ছাড়াই অনেকে বাইক চালান। এমনকি অনেকেই একটি গাড়িতে তিনচারজন চাপাচাপি করে বসে যান। যার জন্য বেশিরভাগ সময় পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পরে অনেকে আহত হন অনেকে নিহত হন। নিজের পরিবারের কথা মাথায় এমন কাজ থেকে বিরত থাকুন। আইন মেনে সকলেই হেলমেট পরে গাড়ি চালাবেন। বাইকে একের অধিক যাত্রী নিয়ে বাইক চালাবেন না। তার দাবী, সঠিক নিয়মে এবং একজন যাত্রী নিয়ে ও হেলমেট পরে গাড়ি চালালে দুর্ঘটনার হাত থেকে সবাই রক্ষা পাবে। ডিএসপি হেড কোয়াটার অতনু ঘোষাল বলেন, ধর্ম যে যার তবে উৎসব সবার। পবিত্র ঈদের দিন সকলের কাছে একটি মুল্যবান দিন। তাই সেই দিনে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে ও সকল ধরনের দুর্ঘটনা এড়াতে তারা সবরকম ব্যবস্থা গ্রহন করবেন। অতিতেও এই কাজ তারা দিয়েছেন। তিনি বলেন, এলাকার মানুষের সুবিধা অসুবিধা ও যে কোন বিষয়ে তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে জানাতে বলা হয়েছে। এমনকি স্যোশাল মিডিয়ায় অপ্রিতীকর কিছু ঘটলে তড়িঘড়ি তাদেরকে জানাতে বলা হয়েছে। তাছাড়াও ঈদের দিন নামাজের শেষে রাস্তা পারাপার সহ সবকিছু বিষয়ে গলসি পুলিশের সাহায্য নিতে অনুরোধ করা হয়েছে। এদিনের সভায় আগত মানুষদের ঈদের দিনে বেপরোয়া বাইক চালানো ও একের অধিক যাত্রী চাপানো থেকে সতর্ক থাকতে অনুরোধ করেন। তাছাড়া খুশির দিনে দিঃখ এড়াতে ওই বিষয়টি নিয়ে গ্রামের পাড়ায় পাড়ায় জানাতে অনুরোধ করেছেন। যাতে করে ঈদের খুশিতে কারও ঘরে দুঃখ না নেমে আসে। এর পাশাপাশি উচ্চশ্বরে ডিজে বাজানো থেকে বিরত থাকতে নির্দেশ করেন তিনি।