ওয়েব ডেস্ক, নতুন গতি: ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার। দুই পাইলট নিহত হয়েছেন। দু’জনের মধ্যে একজন ভারতীয় সেনার পাইলট ও অপরজন ভুটানের পাইলট।
জানা গিয়েছে ওই ভুটানি পাইলট ভারতীয় সেনার অধীনে ট্রেনিং নিচ্ছিলেন। সেইসময় এই ঘটনা ঘটে। বিস্তারিত খবর জানতে চোখ রাখুন নতুন গতির পেজে।