|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি শহর তৃণমূল কংগ্রেস ও মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে প্রেস কনফারেন্সর মাধ্যমে দলীয় নির্দেশে মোতাবেক “বাংলা নিজের মেয়েকেই চায়” স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম, শহর প্রশাসক স্বপন বিষয়ী, সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, মেমারি ১ ব্লক সভাপতি মধুসুদন ভট্টাচার্য, দুই সহ সভাপতি সন্দীপ পরামানিক ও সাজাহান মল্লিক, জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা, ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং, শিক্ষক সংগঠনের মাধ্যমিক সভাপতি কৌশিক মল্লিক, প্রাথমিক শিক্ষক সংগঠনের দুই চক্রের সভাপতি মহঃ জাহাঙ্গীর ও সন্দীপ পাল, শহর ও ব্লক মহিলা নেত্রী মানসুরা বেগম, গীতা দাস সহ সর্বস্তরের নেতৃত্ব। এদিন মূলত বাংলার মানুষের দাবিকে সামনে রেখে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান লঞ্চ করা হল।