|
---|
নতুন গতি নিউজ দেস্ক : মুর্শিদাবাদের জলঙ্গী থানার সাগর পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এক আসা কর্মী,তার 2 বাচ্চাও আছে, স্বামী কেরোলে কাজ করেন। মৃত ব্যক্তির নাম রিংকু হালদার,30, বাড়ি হুলার দাড়,বিয়েহয়েছিলো সঞ্জিত হালদার এর সঙ্গে সাগর পাড়া।
15 বছর আগে। নিজে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেন,
পরিবার সূত্রে জানা যায় যে রিংকু হালদার এর মাথায় একটু সমস্যা ছিল আর সেই কারণেই এমন টা বলে দাবি করছেন ।। ঘটনা স্থানে জলঙ্গী থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।