মাদক বিরোধী পদযাত্রার মাধ্যমে পপুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ শাখার জাতীয় স্বাস্থ্য প্রচারাভিযানের সূচনা

 

    নিজস্ব সংবাদদাতা : পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা জাতীয় স্বাস্থ্য প্রচারাভিযানের সূচনা করল রঘুনাথগঞ্জে মাদক বিরোধী সচেতনতামূলক পদযাত্রার মাধ্যমে । আজকের এই পদযাত্রাটি শুরু হয় রঘুনাথগঞ্জের বরজুমলা মোড় এবং শেষ হয় পুঠিয়া মোড়ে । এই সচেতনামূলক পদযাত্রায় অংশ নেয় এলাকার প্রায় দুই শতাধিক সমাজকর্মী । হাতে বিভিন্ন নেশাবিরোধী প্ল্যাকার্ড নিয়ে এই পদযাত্রা সম্পন্ন হয় । পদযাত্রা শেষে পুঠিয়া মোড়ে যোগা প্রদর্শন করা হয় ।
    এই পদযাত্রায় অংশ নেয় সংগঠনের রাজ্য সাধারন সম্পাদক হাবিবুর রহমান, মহকুমা সভাপতি মোঃ আব্দুর রহমান, সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, এছাড়াও বহু সমাজকর্মী ।

    রাজ্য সম্পাদক হাবিবুর রহমান নতুন গতিকে জানান, পপুলার ফ্রন্ট প্রতি বছরের মতো এই বছরও ১-১৫ ই অক্টোবর জাতীয় স্বাস্থ্য প্রচারাভিযান শুরু করেছে । এই প্রচারাভিযানের মধ্যে রয়েছে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী, মাদক বিরোধী কর্মসূচী, মার্শাল আর্টস প্রদর্শন, যোগা প্রদর্শন, ম্যারাথন দৌড়, খেলাধুলা প্রভৃতি । আমাদের রাজ্যেও এই প্রচারাভিযান শুরু করা হল মাদক বিরোধী পদযাত্রার মাধ্যমে । আমাদের রাজ্যে এই প্রচারাভিযান শেষ করা হবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ।