|
---|
উজির আলী,চাঁচল নতুন গতিঃ০২ অক্টোবর বুধবার মালদায় বন্যা পরিদর্শনে এলেন রাজ্যের দুই মন্ত্রী জাভেদ খান এবং গোলাম রব্বানী। এদিন তাঁরা মালদা জেলার কলিয়াচক ২ নং ব্লকের হামিদপুর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বন্যাদুর্গতদের সাথে কথা বলেন দুই মন্ত্রী। তার সঙ্গে বানভাসীদের হাতে ত্রিপল এবং শুকনো খাবার তুলে দেওয়া হয়। দুই মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন, মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম বেনাজির নুর, মোয়াজ্জেম হোসেন প্রমূখ।