|
---|
মঞ্জুর মোল্লা, নতুন গতি,নদীয়াঃ কাশ্মীরে কর্মরত নদীয়া জেলার পলাশীপাড়া এক বিএসএফ জওয়ানের মৃত্যু হল। মৃত বিএসএফ জওয়ানের নাম পরিতোষ মণ্ডল (৫৫)। গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। ওই দিন বিএসএফ-এর তরফে জানানো হয়, পেট্রোলিংয়ের ডিউটি করার সময় পা পিছলে খরস্রোতা নালায় পড়ে যান পরিতোষ মন্ডল।সেদিন থেকেই আর খোঁজ মেলেনি তাঁর। মঙ্গলবার তাঁর বাড়িতে বিএসএফের তরফে ফোন করে জানানো হয়, পরিতোষ মণ্ডলের খোঁজ মিলেছে পাকিস্তানে। পা পিছলে তিনি একটি খরস্রোতা নদীতে পড়ে যান। সেই নদীর জলে ভেসেই তিনি চলে যান পাকিস্তানে।সেখানে তাঁর মৃতদেহ উদ্ধার করে পাকিস্তানি রেঞ্জাররা। পরে পাকিস্তানের তরফে তাঁর মৃতদেহ কাশ্মীরের বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়। এবছর পুজোতে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তিনি বাড়ি ফিরছেন কফিনবন্দি হয়ে। এই ঘটনায় পলাশী পাড়ার সদরপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে খবর, আগামী দুই দিনের মধ্যেই ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে পরিতোষ মণ্ডলের দেহ, জানিয়েছে বিএসএফ।