দাঙ্গাবাজের দল দাঙ্গাবাজি চাই পাইকরের মঞ্চ থেকে মোদিকে তুলোধোনা অনুব্রত মণ্ডলের

    মোঃ রিপন, বীরভূম

    আসন্ন লোকসভা ভোটের আগে পাইকর থানার হাজরা মাঠে বুথ ভিত্তিক সভা করলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল | পাইকর থানার বিভিন্ন বুথের সমস্ত খুঁটিনাটি তথ্য তিনি জানতে চান, বুথ সভাপতিদের কথায় তিনি এদিন অত্যন্তসন্তোষজনক ভাব প্রকাশ করেন | এদিন হাজরা মাঠে তিনি বলেন তৃণমূল কংগ্রেস সরকারের বিজয় রথ সারা বাংলা জুড়ে বয়ে চলেছে মা মাটি মানুষের সরকার চাই মানুষের হয়ে কাজ করতে,সব সময় মানুষের পাশে থাকতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন বাংলার বুকে করেছে অতীতে কোন সরকার মানুষের জন্য এত ভাবেনি |এদিন তিনি আরো কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন বিজেপি সরকার সারা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা বাধাতে চাই আর আমরা মানুষের জন্য কাজ করতে চাই ,আমরা রুখে দিব সেই দাঙ্গা কারণ মানুষের ভালোবাসা সমর্থন সব সময় মা মাটি মানুষের সরকারের সাথে আছে নরেন্দ্র মোদিকে দাঙ্গা বাজির সরদার বলেও তিনি কটাক্ষ করেন | মোদি কাজ করে কম কিন্তু মিথ্যা বলে বেশি তিনি আরো বলেন যে কেন্দ্র সরকার নিজেদের সামাল দিতে পারে না তারা মানুষকে কি দেখবে প্রতিরক্ষা দপ্তর থেকে চুরি হয়ে যাচ্ছে রাফালের নথি ,একের পর এক ভারতীয় সম্পত্তি তুলে দেওয়া হচ্ছে বিজেপি ঘনিষ্ঠ ব্যাক্তিদের , পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া , ভারতের সীমা সুরক্ষা বলের উর্দি পড়ে ভোট চাইছে বিজেপি সরকার ওদের লজ্জা করা দরকার | এদিনের সভায় মঞ্চে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মইনুদ্দিন শামস,মদন মোহন ঘোষ,আব্দুর রহমান, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ প্রথম সারির নেতৃত্ব|