|
---|
উজির আলী, নতুন গতি, মালদা: মালদা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি জায়গায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ সাত জনকে গ্রেফতার করে।
রবিবার রাত্রে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুস্থানি মোড় এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো অসীম মৌমিন (২৫)। নজরুল শেখ (৪৫) এবং আহমেদ শেখ (১৯)। কালিয়াচক থানার যদুপুর, ভাগলপুর সহ বিভিন্ন এলাকায় বাড়ি ধৃতদের। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে সুস্থানি মোড় এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় এরা যুক্ত। ধৃত অসীম মৌমিনের নামে একাধিক মামলা রয়েছে থানায়। বেশ কয়েকদিন ধরেই পলাতক ছিল সে।
অবশেষে অসীম শেখ এবং তার দলবলকে ধরতে সক্ষম হয় ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গেছে পাশাপাশি ইংরেজবাজার থানার ক্রাইম ব্রাঞ্চের একটি দল আগ্নেয়াস্ত্র সহ আরও চারজনকে গ্রেপ্তার করে। ইংলিশ বাজারের বাধা পুকুর এলাকায় হানা দিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ। ধৃত এই সাতজনকেই সোমবার মালদা জেলা আদালতে পেশ করে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।