লালগোলা কলেজের আরবী বিভাগের পরিচালনায় অনুষ্ঠিত হল ‘বিশ্ব আরবী ভাষা দিবস 18 ডিসেম্বর ‘ উদযাপন ও ” পশ্চিমবঙ্গে আরবী ভাষা চর্চার সমস্যা ও তার সমাধান” বিষয়ে সেমিনার

আসিফ আলম ,মুর্শিদাবাদ :

    লালগোলা কলেজের আরবী বিভাগের পরিচালনায় অনুষ্ঠিত হল ‘বিশ্ব আরবী ভাষা দিবস 18 ডিসেম্বর ‘ উদযাপন ও ” পশ্চিমবঙ্গে আরবী ভাষা চর্চার সমস্যা ও তার সমাধান” বিষয়ে সেমিনার । এছাড়াও ছাত্রছাত্রীদের আরবি ভাষায় সমৃদ্ধ ও প্রসারিত করার জন্য “আন-নাদুল আরাবি” নামক আরবি ম্যাগাজিনের সূচনা করা হয়।
    সব শেষে তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয় ।


    ভাষা দিবস উপলক্ষে বিভাগীয় ছাত্র ছাত্রীদের কোরআন তেলাওয়াত, আরবি গজল, আরবি কমেডি ইত্যাদি পরিবেশিত হয়।
    সব মিলিয়ে এটি একটি সর্বাঙ্গীন সুন্দর, প্রাসঙ্গিক ও তাৎপর্যমণ্ডিত অনুষ্ঠান, চোখে পড়ার মতো।
    এদিনের সভায় উপস্থিত ছিলেন লালগোলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী সোমনাথ চক্রবর্তী। তিনি বিশ্ব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরবী ভাষার উচ্চ মর্যাদা, প্রভাব ও প্রসারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন “আরবী ভাষা বিজ্ঞান” নির্ভরের প্রতি দাবি রাখেন।
    উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইদুর রহমান সাহেব। তিনি পশ্চিমবঙ্গে প্রচলিত আরবী ভাষা চর্চার তথাকথিত প্রথা থেকে বেরিয়ে এসে আধুনিক পদ্ধতি ও মাধ্যম গুলির কথা তুলে ধরেন।

    উপস্থিত ছিলেন গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ মুহাম্মদ মেহেদী হাসান। তিনি পশ্চিমবঙ্গের আরবি ভাষা চর্চার সমস্যার কথা বলতে গিয়ে বলেন, ভারতের অন্যান্য রাজ্যের মানুষরা আরবি ভাষা চর্চার জন্য এগিয়ে আসলেও এরাজ্যের মানুষরা সেভাবে এগিয়ে আসেনি।এছাড়াও তিনি সিলেবাসকে আধুনিকরণ না করা ও পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাবের কথাও উল্লেখ করেন।
    অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন লালগোলা কলেজের আরবীর বিভাগীয় প্রধান ডঃ সাইদুর রহমান।
    এছাড়াও উপস্থিত ছিলেন রংধনু পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীন, সাহিত্যিক নিহারুল ইসলাম সহ লালগোলা কলেজ ও অন্যান্য কলেজের অতিথি অধ্যাপকবৃন্দ।