|
---|
সামিম হোসেন : গতকাল মুর্শিদাবাদ পৌরসভার ৯নং ওয়ার্ডে P.H.E প্ল্যান্ট দুর্ঘটনায় ১৯ জন ব্যাক্তি শ্বাসকষ্ট জনিত সমস্যার সম্মুখীন হন,সকলের তৎপরতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সকলেই সংকটমুক্ত। তাদের দেখতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতালে এসেছিলেন।আজকে তিনি দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ করলেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেন।
উপস্থিত ছিলেন সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সভানেত্রী মাননীয়া শাওনী সিংহ রায় সহ মাননীয় জেলাশাসক, এসপি মহাশয়, মন্ত্রী পুলক রায় মহাশয়,মন্ত্রী আখরুজ্জামান মহাশয়, মন্ত্রী সুব্রত সাহা মহাশয়, জেলার দুই সাংসদ খলিলুর রহমান ও আবু তাহের খান, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ জেলার একাধিক বিধায়ক। এছাড়াও বহরমপুর ও লালবাগ পৌরসভার পৌরপিতা সহ অন্যান্য জেলা ও শহর নেতৃত্ব।