|
---|
বিধান ধূয়া, বাঁকুড়া : বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের জয়রামবাটিতে,আজ ভোর ৩ টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত হয়ে গেছে চারটি বাড়ি। যদিও,স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচে যান বাড়ির বাসিন্দারা। তবে,বাড়ি গুলি কে আগুনের গ্রাস থেকে বাঁচানো যায়নি।
গ্রামবাসীরাই শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান কোতুলপুর বিধানসভার বিধায়ক রাজ্যের প্রতিমন্ত্রী মাননীয় শ্যামল সাঁতারা মহাশয় । তিনি জানান,ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। তাদের থাকার ও ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এক পারিবারের মেয়ের আগামী বৈশাখ মাসে বিয়ের ঠিক হয়েছে।ওই মেয়েটির বিয়ের যাবতীয় দায়িত্বভার নেবার কথাও ঘোষণা করেন মাননীয় শ্যামল সাঁতারা মহাশয়।