পবিত্র ঊরস উপলক্ষে লক্ষাধিক ভক্ত অনুরাগীদের ভিড় ও সম্প্রীতির মহা মিলন মেলা বীরভূমের খুষ্টিগিরীতে

মহঃ সফিউল আলম,বীরভূম : বীরভূমের অন্যতম এক দরগাহ শরিফ ও সুফি সাধকের পূণ্যভূমি খুষ্টিগিরী৷ এখানে হজরত সাঈয়েদ শাহ আবদুল্লা কেরমানী সাহেবের পবিত্র মাজারটি অবস্থিত৷ প্রতি বছর ঊরস উপলক্ষে লক্ষাধিক মানুষ ও ভক্ত দর্শনার্থী ভিড় জমান দরগাহ শরিফ চত্বরে ও সংলগ্ন প্রাঙ্গণে৷ এবারও জেলা, রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এসে হাজির হচ্ছেন ভক্তরা৷ ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ঊরস চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিনই থাকছে বিভিন্ন ধরণের ধর্মীয় , শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান৷ সম্প্রীতির বার্তাও দেওয়া হয় উৎসব প্রাঙ্গণ থেকে৷

    হজরত কেরমানী সাহেবের বংশধরদের মধ্যে বর্তমান পীরসাহেব সৈয়দ বজলে রহমান, হাফিজুর রহমান, মাহযুযুর রহমানদের প্রচন্ড ব্যস্ত ও তৎপর থাকতে দেখা যায়৷ একই ভাবে সংশ্লিষ্ট প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও ভক্ত অনুরাগীদের ভূমিকাও প্রশংসার দাবি রাখে৷ ঊরসের প্রথম দিন কানাডার বাসিন্দা তথা সমৃদ্ধ অতিথি আলহাজ্ব জিয়াউল ইসলাম ঊরসের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন৷ সাদা পায়রা উড়িয়ে বিশ্ব শান্তির প্রার্থনা করেন পীরসাহেব বজলে রহমান৷ অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরণের অনুষ্ঠান৷ শিক্ষা সংস্কৃতি , মানবতাবাদ ও সুফি মতাদর্শ বিষয়ক মহতী সভার আয়োজন করেন আহ্বায়ক তথা বিশিষ্ট শিক্ষাব্রতী ও লেখক সৈয়দ বজলে রহমান সাহেব৷ বহু বিশিষ্ট, চিন্তা ও সৃজনশীল মানুষ জন হাজির হয়েছিলেন এবারও৷ শান্তি , সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিশেষ বার্তাও দেওয়া হয় অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে৷ খুষ্টিগিরীর কেরমানী সাহেবের স্মৃতি বিজড়িত এই পবিত্রভূমি ক্রমে যে আরও সুপ্রসিদ্ধ এবং জনপ্রিয় হয়ে উঠছে তা বলাই যায়৷