রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে কবি প্রণাম ইন্দাসে

আর এ মণ্ডল-(ইন্দাস) : কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ২৫ বৈশাখ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এর ইন্দাস ইউনিটের উদ্যোগ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ আলোচনাচক্র।ইন্দাস কালী বাড়ি সমিতির মঞ্চে বিকাল ৫টা থেকে ৩ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠানে কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন এর পর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সম্পূর্ণা ব্যানার্জ্জী। স্বাগত ভাষণ দেন সংগঠনের সম্পাদক শিবপ্রসাদ চৌধুরী।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা নিবেদনে সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতা পাঠ, নৃত্য ও সংগীত পরিবেশন করেন যথাক্রমে স্নিগ্ধা সরকার, দেবেশ মুখার্জী,অনিমেষ সরকার, দিবার্ঘ নন্দী,কৃষ্ণাভ ঘোষ,অন্যান্য ব্যানার্জ্জী ও অঙ্কিতা সরকার, সুপ্রীতি,সম্প্রীতা,আলিজা পারভীন, এবং বিশ্বজিতn দে,সৃষ্টি পণ্ডিত,গোরাচাঁদ ধারা প্রমুখ। উপস্থিত বিশিষ্ট অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন কবির বহুমুখী প্রতিভার সাথে সামাজিক বিষয়ের উপর প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার ও মনোজ্ঞ আলোচনা করেন ইন্দাস ইউনিটের সভাপতি অরিজিত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কালীবাড়ি সমিতির সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য যে শিক্ষিকা স্নিগ্ধা ঘোষ সরকার কোলকাতার এক ২৫ বৈশাখেরই “ভারতীয় কবি,লেখক,শিল্পী পরিষদ”-এর কবিতা পাঠ/প্রতিযোগিতা ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং “গীতাঞ্জলি সম্মান”-এ ভূষিতা হন। অতঃপর সত্বর ইন্দাসের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে যোগদান করায় আয়োজকদের পক্ষ থেকে স্নিগ্ধা মহাশয়াকে আন্তরিক শুভেচ্ছা বার্তা প্রদান করেন সম্পাদক শিবপ্রসাদ চৌধুরী।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন শিক্ষক আনন্দ কুমার পণ্ডিত। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।