|
---|
সেখ সামসুদ্দিন, ১১ মেঃ মশাগ্রাম রেলগেট পেরনোর সময় সকাল ৯.২৮ মিনিটে আপ পূর্বা এক্সপ্রেস এর চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে মশাগ্রাম রেলস্টেশনে। আপ ১২৩৮১ পূর্বা এক্সপ্রেস ট্রেনটি দাঁড় করিয়ে দেয় চালক। বগি নম্বর ০৫১০৫৮সি বগিতে ধোঁয়া বের হতে দেখে। ব্রেক সু থেকে ধোঁয়া বলে জানান রেল কর্তৃপক্ষ। আধঘন্টা দাঁড়িয়ে থাকার পর ধোঁয়া নিয়ন্ত্রণে আসেবলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তারপর বর্ধমানের দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। উল্লেখ্য শক্তিগড়ে ট্রেন দুর্ঘটনায় বিপর্যস্ত ট্রেন চলাচল। এই পরিস্থিতিতে মশাগ্রাম স্টেশনে যাত্রীদের দাবি ছিল পূর্ব এক্সপ্রেসকে এক মিনিটের জন্য স্টপেজ দেওয়ার। কিন্তু স্টেশন মাস্টারকে সে দাবি মেনে কোন কাজই করতে হয়নি। চাকায় আগুনের দুর্ঘটনাতে গাড়ি নিজে থেকেই দাঁড়িয়ে পড়ে।