ধনিয়াখালিতে সৃষ্টিশ্রী মেলা

নিজস্ব প্রতিনিধি : ১৯ থেকে ২৩ শে জানুয়ারি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দধারা হুগলির নিবেদন সৃষ্টিশ্রী মেলা ধনিয়াখালি নতুন বাসস্ট্যান্ডে হয়ে গেল। হুগলির জেলাশাসক মুক্তা আর্যর নেতৃত্বে এই মেলা ব্যাপক সাফল্য লাভ করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বয়ংম্ভর গোষ্ঠীর মেয়েরা বিভিন্ন ধরনের স্টল দেয়। এর মধ্যে প্রথম পুরস্কার পায় আনন্দধারা কেন্দ্রীয় ধনিয়াখালী ব্লক মহিলা সংঘ। এরা খাবারের ট্রল দিয়ে ৫ দিনে ১ লক্ষ ৬৭ হাজার ৫৫৫ টাকা সেল করে। দ্বিতীয় হয় পোলবা-দাদপুরের নাসিমা খাতুন, চিকন এন্ডব্রোটারির স্টল দিয়ে তাঁর বিক্রীর পরিমাণ ১ লক্ষ ২৩ হাজার ৫৬৫ টাকা। তৃতীয় হয় গোঘাট এক নম্বর ব্লকের যশোদা সাঁতরা, ঘরের তৈরি জিনিস বিক্রি করে সকলের প্রশংসা অর্জন করেন। তাঁর বিক্রীর পরিমাণ , ৯০,০২৫ টাকা। এঁদের পুরস্কৃত করেন জেলার ডেপুটি ডি.ডি.এম মোঃ মার্গো সাহেব। ধনিয়াখালীর বি.ডিও সেখ সারোয়ার আলী এবং ধনিয়াখালীর জয়েন্ট বি.ডি.ও সীমা মূর্মু, ডি.আই.ও তুলিকা ঘোষ। বিভিন্ন দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় জেলার বিভিন্ন প্রান্তের সংগীত শিল্পী, নৃত্যশিল্পী, বাচিক শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শেষ দিনে শেষ সময়ে কবিতা আবৃত্তি করে প্রশংসা লাভ করেন সাংবাদিক ও টেলিফিল্ম পরিচালক নৌশাদ মল্লিক ও রাজেকা মল্লিক। অনুষ্ঠানের শেষ সংগীত শিল্পী পরমেশ্বর টুডু মোহাম্মদ রফি’কন্ঠে সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে দেন। এছাড়াও শেষ দিনে ধরিয়াখালীর ডান্স একাডেমীর নৃত্য প্রশংসা লাভ করে, নৃত্য অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন দেবশ্রী ভকত। উল্লেখ্য ১৯শে জানুয়ারি মেলার উদ্বোধনী দিবসে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অরিন্দম গুই (এমএলএ), অসিত মজুমদার (এমএলএ), নারী ও শিশু কর্মাধ্যক্ষ প্রিয়া সাঁতরা, অসীম মাঝি, বিজন বেসরা, এ.ডি.এম অদিতি চৌধুরী এসডিও স্মিতা সান্যাল শুক্লা এবং ধনিয়াখালীর বিধায়ক আসিমা পাত্র, ধরিয়াখালি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক, সহ-সভাপতি সৌমেন ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ মোঃ মহসিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল ধনিয়াখালি পঞ্চায়েত সমিতি।