সেফ ড্রাইভ ,সেভ লাইফ সচেতনতায় শান্তিপুর থানার উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

শরীফুল ইসলাম। নতুন গতি

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে রাজ্যজুড়ে চলছে ‘সেফ ড্রাইভ , সেভ লাইফ’ -এর প্রচারাভিযান। সরকারি ভাবে তো বটেই পাশাপাশি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে আসেন এই প্রচার কার্য্যে।আজ, বৃহস্পতিবার , শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুকুন্দ চক্রবর্তীর উদ্যোগে থানা প্রাঙ্গনেই অনুষ্ঠিত হলো পথ নিরাপত্তা বিষয়ক এক সচেতনতা মূলক অনুষ্ঠান।

    উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত চৌধুরী, ও.সি শান্তিপুর, এস, আই দেবাশীষ ঘোষ, পৌরসভার কাউন্সিলর বিভাস ঘোষ, অতনু দাস, সহ শান্তিপুরের একাধিক ক্লাব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

    অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারি আধিকারিক ও অতিথিরা সকলেই তাঁদের বক্তব্যে সড়ক পথে যানচলাচল সম্পর্কে বিভিন্ন নিয়ম-কানুন ব্যাখ্যা করেন। চালকদের সতর্কতার সঙ্গে সে গুলি পালনের মধ্য দিয়ে সম্ভাব্য দুর্ঘটনা এড়িয়ে নিজের জীবন পথচারীদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে সচেতন হবার অনুরোধ করেন।অনুষ্ঠান শেষে দৌড় প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবী বাইচুং।