কচি কাচা মিশনের প্রজাতন্ত্র দিবস ও নেতাজী জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে পুনর্মিলন উৎসব ও বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা :

    শনিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্নাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠলো মালদা শহরের উপকন্ঠে যদুপুরে অবস্হিত কচিকাচা মিশনের ছাত্র ছাত্রীরা । এই মিশনের বালিকা বিভাগের ছাত্রীরা বিভিন্ন নাচ গান আবৃত্তি নাটক ও দেশাত্মবোধক কবিতা পাঠ গান ও সমাজ সচেতনতা মূলক নানা নাটক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে ।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং , প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ , বিশিষ্ট সমাজ সেবী ও চিকিত্সক মোয়াজ্জেম হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডিরেক্টর ও অভিভাবক ও স্কুলের কর্মকর্তারা। অনুষ্ঠান দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন শিক্ষক রসিদুর রহমান মিয়া । এদিকে 23 জানুয়ারি নেতাজীর জন্মজয়ন্তীতে কালিয়াচকের মহবতপুরে কচিকাচা মিশনে পুনর্মিলন উৎসব ও একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় ।
    আমরা শুধু ইতিহাস পড়ব না, ইতিহাস গড়ব।এই মিশনের নিজস্ব বার্তাকে সামনে রেখে যথোচিত মর্যাদার কালিয়াচক-৩ ব্লকের মহবতপুরে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কচিকাচা মিশন( উ:মা:) উদ্যোগে পালিত হল নেতাজীর জন্মদিন । এদিন নেতাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রায় 400 প্রাক্তনী ছাত্র ছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান নজর কাড়ে এদিনের অনুষ্ঠানে । এছাড়াও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা , খুদে শিল্পীদের নৃত্য, দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি,ক্যুইজ সহ বিভিন্ন স্বাদের অনুষ্ঠানে মেতে ওঠে এদিনের অনুষ্ঠান । উপস্থিত বিশিষ্ট অতিথিরা ভাষণে প্রত্যন্ত এলাকায় অভিনব অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন ।বাল্যবিবাহ, কন্যাশ্রী রূপশ্রী বিষয়ে ছাত্র ছাত্রীদের অভিনীত নাটক যথেষ্ট আলোকপাত করে দর্শকদের । ১৯৯২ সালে এই স্কুল চালু হয়। এই মিশনের ইংরেজবাজারের যদুপুরে অপর বালিকা বিভাগ চলছে । বর্তমানে মোট ছাত্র ছাত্রী প্রায় ১৩০০ জন । এই অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রী, অভিভাবক, উদ্যোগতাদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, গোলাপগঞ্জ ফাঁড়ি ওসি রামপ্রসাদ চাকলাদার, চরিয়ানন্তপুর বিএসএফ কমান্ডার যশপাল সিংহ, স্থানীয় প্রধান সাহানারা বিবি, শিক্ষারত্ন শিক্ষিকা তানিয়া রহমত, অন্যান্য প্রধান শিক্ষক, মিশনের জিয়াউল হক, জামাল সেখ, আবদুল খালেক, সৌকত আলি প্রমুখ । সভা সঞ্চালনা করেন শিক্ষক রশিদুর রহমান মিঞা। ডিরেক্টর জিয়াউল হক বলেন, তাৎপর্যপূর্ন দিনে বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয় । 26 জানুয়ারি পালিত হল যদুপুর শাখায় । নেতাজী সুভাষ চন্দ্র বসু জন্মদিন উপলক্ষে প্রাক্তনীদের পুনর্মিলন অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার সঙ্গে সাংস্কৃতিক চর্চার বিকাশ ও প্রসারই এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য ।