|
---|
সেখ আজফার হোসনঃ খণ্ডঘোষ ব্লকের গুইর গ্রামে ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিন- রাতের মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।২৬ শে জানুয়ারি শনিবার গুইর কাজি নজরুল ইসলাম লাইব্রেরী ও স্পোর্টস ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু হয়। গুইর কে এন হাই মাদ্রাসা মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদ সদস্য অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, পঞ্চায়েত প্রধান আগমনী দলুই ,উপ – প্রধান শাজাহান মন্ডল প্রমুখ। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী কাল।l