রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চেতনা উৎসব

রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চেতনা উৎস সেখ আজফার হোসেনঃ দুদিন ব্যাপী ৫ম বর্ষ চেতনা উৎসব পালিত হলো সেহারাবাজার মদীনাবাগ মিশন ক্যাম্পাসে । ২৬শে জানুয়ারি শনিবার সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন সকাল আটটায় ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । পতাকা উত্তোলন করেন ট্রাস্টের সম্পাদক হাজী কুতুবুদ্দিন। ট্রাস্টের সকল সদস্য ও রহমানিয়া মিশনের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মদীনাবাগ মিশন ক্যাম্পাসের মঞ্চে মূল অনুষ্ঠানটি শুরু হয়। কেরাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করেন প্রখ্যাত ক্বারী শামসুল হক । এরপর ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক ও ব্যাচ পরিয়ে বরন করে নেওয়া হয়। এ দিনের চেতনা উৎসব মঞ্চে উপস্থিত ছিলেন আসানসোল জামে মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল্লাহ রসিদি, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন বাগ , বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা , খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক কমলাকান্ত তলাপাত্র , জেলা পরিষদ সদস্য অপার্থিব ইসলাম, প্রাক্তন পুলিশ অফিসার সুকুমার সেন, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে ইমদাদুল্লাহ রসিদি বলেন, হিংসা নয় ভালোবাসা দিয়ে আমাদের অপরের মন জয় করতে হবে এই শিক্ষা হজরত মুহাম্মদ (সা:) দিয়ে গেছেন। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন হজরত মুহাম্মদ (সা:) এর যাতায়াতের পথে নোংরা ও কাঁটা বিছিয়ে রাখতো যে মহিলার তার ইসলাম গ্রহণের নেপথ্য। সবশেষে মৌলানা জাকারিয়া কাসেমীর দুয়ার মধ্য দিয়ে আজকের মত অনুষ্ঠানটি শেষ হয়। এই অনুষ্ঠান আগামী কাল পর্যন্ত।