‘দুই বাংলার সাহিত্য আড্ডা’

আয়ুব আলি, উওর ২৪পরগনা : ‘শিকড়ের সন্ধানে ‘ ও ‘ নজরুল চর্চা কেন্দ্র’ আয়োজিত দুই বাংলার শিল্পী, কবি, সাহিত্যিক সমন্বয়ে অনুষ্ঠিত হল এক বৈঠকি মেজাজের সুন্দর একটি অনুষ্ঠানে র। গত ৫ই ডিসেমবর উওর২৪পরগনা র বারাসাতে অধ্যাপক ড়: জয়ন্ত মিস্ত্রীর বসতবাড়িতে এক সুন্দর অনুষ্ঠান কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীতের আসর,গুনী শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কবি মধুসূদন দত্ত গবেষক কবি খসরু পারভেজ, আলোকচিত্রী তাহেরুজ জামান , এছাড়াও এপার বাংলা র গল্পকার বাসুদেব মালাকার, মনিমোহন ধর, আব্দুল করিম, জয়ন্ত মিস্ত্রী,শাহজাহান মন্ডল, সাংবাদিক সুদিন গোলদার,নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি শেখ কামাল উদ্দিন এছড়াও প্রায় চল্লিশ জনের মত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।