|
---|
মহঃ নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,১৮ অক্টোবর: দ্রুততার সাথে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ গ্রামীণ হাসপাতালে চালু করা হল পিপিপি মডেলের ক্লিনিক্যাল ল্যাবরেটরি। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে মশালদহ গ্রামীণ হাসপাতালে ক্লিনিক্যাল ল্যাবরেটরির সূচনা করেন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তজিমুল হোসেন। বর্তমানে এই ক্লিনিকের মাধ্যমে স্বল্প খরচে সমস্ত রক্ত পরীক্ষা, ইসিজি সহ যাবতীয় পরিষেবা পাওয়া যাবে। পরবর্তীতে ইউএসজি পরিষেবাও চালু হবে।
মালদা জেলার সব গ্রামীণ হাসপাতালে এখনো পর্যন্ত রক্তের সব পরীক্ষা হয় না।হাসপাতালে যেসব রোগী চিকিৎসা করাতে আসেন তাদের একদম বিনামূল্যে কিছু পরিষেবা মিললেও ভরতি না হওয়া রোগীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যের কোন পরিষেবা দেওয়া হত না।এমন সব সমস্যা দূর করতে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এই ক্লিনিক্যাল ল্যাবরেটরি চালু করা হয়েছে মশালদহ গ্রামীণ হাসপাতালে। যেখানে গর্ভবতী মহিলাদের একদম বিনামূল্যে সবরকম পরীক্ষা করা হবে বলেও দাবী করা হয়।
ক্লিনিক্যাল ল্যাবরেটরির শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মশালদহ গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ পি. বসাক, মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলুফর ইয়াসমিন সহ হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থীকর্মীরা।
বিএমওএইচ পি.বসাক জানান,এখানে সাধারণ মানুষদের অল্প খরচে বিভিন্ন রক্তের পরীক্ষার পরিষেবা পাবে। সরকারি নির্ধারিত মূল্যে ১০-১৫০ টাকার মধ্যে সব ধরনের সুবিধা মিলবে।এছাড়া মিলবে ইসিজির সুবিধা। আগামীতে চালু করা হবে ইউএসজিও।