ঈদ উপলক্ষে দোলনচাঁপার উদ্যোগে কবিতীর্থ চুরুলিয়ায় বস্ত্র বিতরণ

লু তুব আলি : ঈদ উপলক্ষে দোলনচাঁপার উদ্যোগে কবিতীর্থ চুরুলিয়ায় বস্ত্র বিতরণ। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে কবিতীর্থ চুরুলিয়ায় দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নজরুল প্রেমী টিটু মুন্সি। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের কর্ণধার কাজী নজরুল ইসলামের নাতনি সোনালি কাজী জানান, ঈদ উপলক্ষে প্রতিবছরই কবির জন্মভিটে চুরুলিয়ায় বস্ত্র বিতরণ করা হয়। কবির স্বপ্ন ছিল দুস্থ উৎপীড়িত মানুষরা সমাজের মূল স্রোতে এসে একাকার হয়ে যাক। সোনালী কাজী আরও জানান দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন নজরুলের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিরলস ভাবে আন্দোলন সংগঠিত করছে। এদিনের অনুষ্ঠানে শতাধিক দুঃস্থ মানুষদের লুঙ্গি, ফতুয়া, টুপি, গেঞ্জি, ফ্রক বিতরণ করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেন জয়ন্তী সরেন, কল্লোল কাজী, কেতকী মির্জা, অলকানন্দা রায় ভট্টাচার্য্য, সত্যকাম বাগচি, বেবি কার ফার্মা, শর্মী ঘোষ, অনুপমা সরকার, সুতপা রায়, কল্যাণী ব্যানার্জি। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশিত হয়। অংশগ্রহণ করেন সুতপা চৌধুরী, রঞ্জনা কর্মকার, শুভ্রা দেবী, কৃষ্ণা মুখার্জি, দীপা প্রমুখ। বাংলাদেশ থেকে এসেছিলেন টিটো মুন্সী।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল মেরিনার্স এর কর্মকর্তা ও প্রতিনিধিরা।