|
---|
শিলিগুড়ি: ভারতীয় হকি দলের প্রাক্তন ক্যাপ্টেন ভরত ছেত্রী আজ পুর নিগমে এসে সাক্ষাৎ করলেন মেয়র গৌতম দেবের সাথে।ভরত ছেত্রী 2000 এবং 2006 সালে ভারতীয় হকি দলের প্রতিনিধিত্ব করেছেন।ভারতের হয়ে প্রায় তিরিশটি ম্যাচ খেলা ভরত ছেত্রী জানান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে অনুপ্রানিত হয়ে পশ্চিমবঙ্গের খেলাধুলার প্রসারে আগ্রহী।
এদিন তিনি গৌতম দেবের সাথে প্রায় দেড়ঘন্টা কথা বলেন।ভরত ছেত্রী বর্তমানে কালিম্পং এর বাসিন্দা হলেও কর্মসূত্রে দিল্লীতে থাকেন।তিনি জানান তিনি শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের হকির জনপ্রিয়তা বাড়াতে চান।এদিন তিনি মেয়র গৌতম দেবকে জানান তিনি উত্তরবঙ্গের তরুন প্রজন্মকে হকি খেলার জন্য উৎসাহ দিতে চান,এবং মেয়র গৌতম দেব তাকে সবরকমের সাহায্যের নিশ্চিয়তা দেন।এদিন গৌতম দেব আরো জানান তিনি নিজে হকি খেলার গুনাগ্রহী,তাই উত্তরবঙ্গ থেকে যদি একজনও হকি খেলার কারনে নাম করে তবে আমার ভাল লাগবে।