ভাঙ্গা পায়ে উঠে দাঁড়িয়ে, জাতীয় সংগীত গেয়ে সভা মাতালেন তৃনমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

নতুন গতি, ওয়েব ডেস্ক : নন্দীগ্রামে এক সভা করতে গিয়ে বিগত ১০ই মার্চ পায়ে চোট লাগার পর থেকে হুইলচেয়ারে বসেই বাংলার এক প্রান্ত থেকে আর প্রান্ত ঘুরে সভা করেছেন তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর তারপর সেই নন্দীগ্রামেরই আর এক জনসভায় জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷তবে বলা বাহুল্য একা দাড়াতে পারেননি তিনি,ফলে দলীয় কর্মীদের সাহায্যে যেনতেন ভাবে উঠে দাড়িয়ে জাতীয় সংগীত গান।

     

    রাত পেরোলেই নন্দীগ্রামে ভোটার আওয়াজ শোনা যাবে, ভোটের দিনক্ষন ঘোষনা হবার পর থেকেই ভোট প্রচারতুঙ্গেউঠেছে। আগামী পয়লা এপ্রিল নন্দীগ্রামে ভোট আর তার আগে এ দিন শেষবেলার প্রচারে একাই ঝড় তোলেন মুখ্যমন্ত্রী৷ একদিকে তৃণমূলের প্রাক্তন ট্রান্সপোর্ট মন্ত্রী তথা বিজেপির হয়ে নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে রোড শো করেন অমিত শাহ, মিঠুন চক্রবর্তীরা, ৷তখনই হুইল চেয়ারে বসে রোড শো আর জনসভা করেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেইখানেই উঠে দাড়ানোর ইচ্ছা প্রকাশ করলে তার পরই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন মঞ্চে উপস্থিত অনন্যারা মমতাকে উঠে দাঁড়াতে সাহায্য করতে দেখা যায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও। তার পর জাতীয় সংগীত গাওয়ার জন্য অনুরোধ করেন উনি৷ আর তাঁর সঙ্গে গলা মেলান দলীয় নেতা- কর্মীরা৷

     

    যদিও তাঁর পায়ের আঘাত নিয়ে রাজনৈতিক অন্দর মহল আর নেটিজেন দের মধ্যেই শোরগোল পরে যায়, আর তাঁর চোট আদেও কতটা গভীর সেটা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। যোদিও নিজের কষ্টের কথা বার বার জনসাধারণের কাছে তুলে ধরা চেষ্টা করলেও শাসক দলকে সেটা যেনো গলাতে পারে নি।