আবির হাতে ভোট প্রচারে শেখ ইয়াসিন

 

    শেখ সাদ্দাম,নতুন গতি, রতুয়া :আসন্ন বিধানসভা নির্বাচন দিন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে কোমর বেঁধে নেমেছে। আজ সকালে দেখা গিয়েছে মালদহে রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংঘানিয়ার সমর্থনে ভোট প্রচারের নামলেন শেখ ইয়াসিন আজ আছে রঙের পর্বন হোলি এবং এই হোলির দিনে ভোট প্রচারে কোমর বেঁধে নেমে পড়লেন বিজেপি নেতা শেখ ইয়াসিন রতুয়া বিধানসভার মহানন্দাটোলা অঞ্চলে আবির হাতে নিয়ে ছোট বড় সকলের সাথে রং খেলায় মাতেন তিনি এবং রং খেলার মধ্য দিয়ে ভোট প্রচারে ঘরে ঘরে পৌঁছে যান তিনি।