ভারত চীন সীমান্তের লড়াইয়ে নিহত বীরভূমের রাজেশ ওড়াং

আজিম সেখ ,নতুুন গতি, বীরভূম:-
গতকাল গভীর রাতে ভারত চীন সীমান্তবর্তী গলওয়ান উপত্যাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে |

    ভারতের পক্ষে কর্নেল সহ  নিহত হয়েছেন 20 জন সেনা তার মধ্যে একজন বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের যুবক রাজেশ ওড়াং। মৃতের পরিবারের দাবী, যোগ্য জবাব দিক ভারত সরকার। ২০১৫ সালে কাজে যোগদান করেছিলো এই যুবক, তারপর থেকে ভারত- চিন সীমান্তেই পোস্টিং ছিলো তার৷ এরপর গতকাল খবর এসে পৌছায় তার মৃত্যুর ।

    দেশের জন্য প্রান দিয়েছে ছেলে গর্বিত গোটা গ্রাম সহ তার পরিবার , অন্যদিকে চীনের 43 জন সেনা নিহত বলেই সূত্রের খবর | বিগত বেশ কয়েক মাস ধরেই ভারত চীন সীমান্তে এই রকম উত্তেজনাপ্রবণ আবহ তৈরী হয়েছে বলেই বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে | প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উচ্চ পদস্থ সেনা অফিসারদের সাথে প্রধান মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বলেই সূত্রের খবর |