|
---|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের নারানপুর অঞ্চলের আন্দুলিপাড়ার বাসিন্দা তাপস ক্ষেত্রপাল লকডাউনের পর বছর চারেকের একটি ছোট্ট শিশু ও স্ত্রী কে বাড়িতে রেখে কাজের খোঁজে পারি দিয়েছিলেন গোয়ায়। সেখানে একটি রাজমিস্ত্রির জোগাড়ের কাজও পেয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে কাজ করতে করতেই সানস্টোকে মারা যান বছর পঁচিশের তরতাজা যুবক তাপস ক্ষেত্রপাল। মঙ্গলবার তাপসের মৃতদেহটি আন্দূলিপাড়ার বাড়িতে এসে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পরে। সেই দিনই তাঁর আত্মীয় পরিজনেরা তাঁর শেষ কৃত্য সম্পন্ন করেন। এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার,বেলা ১১ টা নাগাদ পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জী মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। দেখা করে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি মৃতের স্ত্রী তুহিনা ক্ষেত্রপালের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন। সেইসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন,দল সবসময় পরিবারের পাশে থাকবে। সভাপতি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, জেলা তৃণমূল সংখ্যালঘু নেতৃত্ব সেখ আজফার হোসেন (পান্না), ডাঃ অলোক দাস , প্রাশান্ত লাল ও নয়ন মল্লিক।