|
---|
উত্তরবঙ্গ: জিটিএ নির্বাচন নয় আগে হোক পাহাড়ে স্থায়ী সমস্যার সমাধান, এই মর্মে মোর্চার নেতা বিমল গুরুং অনশনে বসেন। 5 দিন আগে সিংমারির মোর্চা অফিসে অনশনে বসেন তিনি।
রবিবার দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিমল গুরুং, শারীরিক অসুস্থতার কারণে বাধ্য হয়ে অনশন প্রত্যাহার করেন তিনি। বর্তমানে দার্জিলিংয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আরেক মোর্চা নেতা রওশন গিরি জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে অনশন প্রত্যাহার করেছেন বিমল গুরুং।