ইফতার মাহফিলে সর্বধর্ম সম্বন্বয়ে’র মেলবন্ধন লক্ষ্য করা যায় বারাসাতে

ইফতার মাহফিলে সর্বধর্ম সম্বন্বয়ে’র মেলবন্ধন লক্ষ্য করা যায় বারাসাতে

    নতুন গতি , বারাসাত:  বুধবার উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের উদ্যোগে বারাসাত, তিতুমীর সভাকক্ষে এক অনাড়ম্বর ইফতার মাহফিলে নানা ভাষা,  ধর্মীয় লোকের মেলবন্ধনের মধ্যে দিয়ে বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়।  সকলের বক্তব্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি যেভাবে  করে যাচ্ছে তা আগামী দিনগুলোতে আরও বৃহত্তর স্বার্থে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করে।  একই সঙ্গে বলা হয় মুসলমানদের কঠোর সংযম থেকে অনেক শিক্ষা অর্জিত হয় জানায় জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি বীণা মন্ডল।  তিনি বলেন,  এই বাংলা সকলের তাই সকলের বন্ধনে আরো দৃঢ় হয়ে উঠুক সম্প্রীতি।
    জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন বাংলার মাটি, সম্প্রীতির ঘাটি,  সেই সম্প্রীতিকে কোন বিভাজিত শক্তি ভাঙতে পারবে না তাই মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ইফতার মাহফিল শান্তির বার্তা বহন করে।

    তিনি বলেন আরও,  রবীন্দ্র-নজরুল-বিবেকানন্দদের মতো মহাপুরুষদের বাংলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যে স্বাধীনতা ভোগ করে তা অন্যত্র দেখতে পাওয়া বিরল।  সেই জন্য আগামী দিনগুলিতে শান্তিপূর্ণ পরিবেশ,সুরক্ষা,ও উন্নততর সমাজ গড়তে সকলের ঐক্যবধ্য প্রচেষ্টাকে পাথর এগিয়ে চলা দরকার বলে দোয়ার মাহফিল থেকে তিন আহ্বান করেন।  রাজ্য সরকারের অন্যতম মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বিধায়ক পার্থ ভৌমিক,  বীণা মন্ডল সহ সকলের সহযোগিতায় যেভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো এর জন্য সকল নেতৃবৃন্দকে তিনি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
    উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন , জেলা পরিষদের সহকারি সভাধিপতি কৃষ্ণ গোপাল ব্যানার্জি, পূর্তের কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী, মহারাজ সত্যরূপানন্দ, ডঃ বিশপ পিটার অলোক মুখার্জি,  কর্মাধ্যক্ষ প্রবীর ঘোষ,  জাহানারা বিবি, হাসানুজ্জামান সহ অন্যান্য কর্মাধ্যক্ষ, সদস্য-সদস্যা ও জেলা পরিষদের স্টাফরা।