|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বামফ্রন্টের উদ্যোগে শ্রমজীবী মানুষের দৈনন্দিন সমস্যা সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ মঙ্গলবার খড়্গপুরের মালঞ্চ রোডে প্রতিবাদ মিছিল সংগঠিত হল। কেন্দ্রীয় সরকার বর্তমান করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে শ্রমজীবী মানুষের অর্জিত অধিকারে হস্তক্ষেপ করছে এবং রাজ্য সরকার করোনা ও আম্ফান পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ মূলতঃ এই বক্তব্যকে ভিত্তি করেই বামফ্রন্ট মিছিল ও বিক্ষোভ সভা করে।
এদিনের প্রতিবাদ মিছিল থেকে দাবি করা হয়, বর্তমান পরিস্থিতিতে কাজ হারোনো সব মানুষকে বেকার ভাতা দিতে হবে, আম্ফানকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকারকে পর্যাপ্ত অর্থ সাহায্য করতে হবে, আয়কর দেন না এমন পরিবার গুলোকে মাসে মাথাপিছু কমপক্ষে ১০ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করতে হবে, সরকারী-বেসরকারি কোন ক্ষেত্রেই শ্রমিক ছাঁটাই চলবে না, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ছাড় দিতে হবে, রাজ্যে ফেরা প্রবাসী শ্রমিকদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে ইত্যাদি । এদিন খড়্গপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজয় পাল , বিপ্লব ভট্ট, কালি নায়েক, সবুজ ঘোড়াই ,স্মৃতিকণা দেবনাথ ,অনিত মন্ডল, অমিতাভ দাস, মধুসূদন রায় প্রমুখ নেতৃবৃন্দ ।
পাশাপাশি একই দাবিতে বামেদের উদ্যোগে মেদিনীপুর শহরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ হয় এবং দিরা মূর্তি পর্যন্ত মিছিল হয়। মেদিনীপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তরুণ রায়, তাপস সিনহা,কীর্তি দে বক্সী, অশোক সেন, দিলীপ নায়েক, শক্তি ভট্টাচার্য, গঙ্গাধর বর্মণ প্রমুখ ।
এছাড়াও এদিন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, আমলাসুলি, ঘাটাল সহ বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।