মুর্শিদাবাদের বহরমপুরে ৩২ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ৩ জন

মুর্শিদাবাদের বহরমপুরে ৩২ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ৩ জন

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : গত রবিবার দুই দফা গোপন অভিযান চালিয়ে ৩২ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। রবিবার সকালে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ সেই সূত্র ধরেই ফের রবিবার রাতেই আবার ১২ হাজার ইয়াবা ট্যাবলেট সহ বহরমপুরের উত্তরপারা মরে একটি গাড়ি আটক করে একজন কে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ।

    ৩ জন ব্যক্তিই জলঙ্গি থানার অধিবাসী, জলঙ্গি থানা ও বহরমপুর থানার মাধ্যমে এই ৩২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে হয়। ৩২ হাজার এই ইয়াবা ট্যাবলেটের দাম প্রায় এক কোটি টাকা। দুষ্কৃতীরা শিকার করে যে বেআইনি এই ট্যাবলেট কোচবিহার থেকে নিয়ে আসছিল।

    ৩ জন ব্যক্তিকে গতকাল সোমবার জেলা জজ আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের কথা জানিয়েছে আদালত। কালকে জেলা পুলিশ সুপার সাবেরি রাজকুমার সাংবাদিক সম্মেলনে করে ধৃতদের নাম জানান – জব্বার শেখ, মানিক সরকার ও জাকির হোসেন তিনজনি জলঙ্গি থানার বাসিন্দা। তিনি বলেন এই বেআইনি ট্যাবলেট পাচারের পিছনে কার কার হাত আছে ও কার কাছে এটা যাচ্ছিলো সব তদন্ত শুরু হয়ে গেছে।