মেমারিতে পাঁচ দফার দাবি নিয়ে বামেদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

নূর আহামেদ, মেমারি : ১৬ জুন,সোমবার,বিকালে মেমারি ১- পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে মেমারি চকদিঘী মোড়ে সিটু অফিসের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রশান্ত কুমার। বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল চকদিঘী মোড় হয়ে মেমারি শহর পরিক্রমা করে বামুনপাড়া মোড়ে শেষ হয়। সেখানে একটি পথসভায় বক্তব্য রাখেন মেমারি ১- পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সনৎ ব্যানার্জী। বামেদের এই পাঁচ দফার দাবির মধ্যে অন্যতম ছিল, যার আয়কর দেয় না সেই সব সাধারণ মানুষদের হাতে ৭৫০০ টাকা মাসে কমপক্ষে ৬ মাস দিতে হবে, মাথাপিছু ১০ কেজি খাদ্য শস্য ৬ মাস দিতে হবে, লকডাউনের সময়ে বিভিন্ন রাষ্টাত্ব সংস্থার বেসরকারীকরন করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন পীযুষ বিশ্বাস,  পিন্টু ভট্টাচার্য ও বিশিষ্ট সিপিআইএম নেতা এবং কর্মীরা।