সমাজের দরিদ্র মানুষের পাশে “স্বরোজ স্মৃতি ফ্রেন্ড ক্লাব”

সমাজের দরিদ্র মানুষের পাশে “স্বরোজ স্মৃতি ফ্রেন্ড ক্লাব”

    নিজস্ব প্রতিনিধি,তমলুক : দেশ জুড়ে চলছে লকডাউন কিন্তু পেটতো আর লাকডাউন মানছে না, মানছেনা খিদের জ্বালা। আর এই জ্বালায় ভুগছে সমাজের অসহায় দরিদ্র মানুষ। এই দরিদ্র মানুষের পাশে দাড়ানোর অঙ্গিকারবদ্ধ হল “স্বরোজ স্মৃতি ক্লাবের” সদস্যরা। আজ ঠিক সকাল ১০ নাগাদ সংস্থার ময়দানে পুরো হুগিলা জালপাই জুড়ে চাল , ডাল , আলু , ছলা , চিনি ও মাস্ক ২০০ টির বেশি পরিবারকে বিতরণ করা হয় ৷ এই উদ্যগে সামিল হন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে মহাশয় ও নন্দকুমার বিধানসভার সভাপতি দিননাথ দাস , ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ নুর ইসলাম সহ আরো অন্যান্যরা ৷ এই সংস্থার সহ সম্পাদক শেখ আজিজুল রহমান জানান যে , আমরা মানুষ তাই এই দুর্দিনে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের কর্তব্য ৷ এছাড়া আমরা আমাদের এই কর্মসূচীতে দরিদ্র মানুষদের পাশে থাকতে পেরে নিজেরা খুবই আনন্দিত হই ৷ পরিশেষে বলেন দরিদ্র মানুষদের আর্শিবাদ ও উৎসাহ আমাদের এই কর্মকলাপ ৷