মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে রক্তদানে এগিয়ে এলো এ.এস.আই দীপক

রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন মির্জাপুরের বাসিন্দা বিধান পাল (৪২) বছর, কিডনি সংক্রান্ত অসুখের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন, রোগীর রক্তের প্রয়োজন পড়লে, রমজান মাসে রক্তের সন্ধান পাওয়া কঠিন হয়ে পড়েছিল রোগীর পরিবারের কাছে। অনেক খোঁজাখুঁজির পর তারা রক্তের জোগাড় না করতে পেরে অবশেষে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের সাথে যোগাযোগ করলে সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত বিশ্বাস মহাশয় এর সহযোগিতায় রক্তদানে এগিয়ে আসেন সাগরদিঘী থানার(এ.এস.আই) দীপক কুমার ঝা। রক্ত দান করার পর তিনি বলেন রমজান মাসের জন্য অনেকে রক্ত দিতে পারছেন না সেদিকে লক্ষ্য রেখে কোনব্যক্তি যেন রক্তের জন্য ভোগান্তিতে না পড়েন সে কথা মাথায় রেখে আমাদের সকলকে এভাবে মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানো উচিত। রক্তকে রোগীর পরিবার অজস্র ধন্যবাদ জানিয়েছেন সাগরদিঘী থানার (এ.এস.আই) দীপক কুমার ঝা কে।