মেমারির স্বেচ্ছাসেবী সংস্থা আঁচলের সহযোগিতায় আঝাপুর উচ্চ বিদ্যালয়ে রক্তদান শিবির আয়োজন করা হয়

নিজস্ব সংবাদদাতা : ৬ জুলাই, আঝাপুর, পূর্ব বর্ধমান জেলার আঝাপুর দুর্গোৎসব কমিটি এবং মেমারির স্বেচ্ছাসেবী সংস্থা আঁচলের সহযোগিতায় আঝাপুর উচ্চ বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ৫০ জন রক্ত দেন বলে জানান সংস্থার অন্যতম সদস্য সুভাষ চন্দ্র ঘোষ। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, এলাকার বিশিষ্ট চিকিৎসক প্রতাপ কুমার রক্ষিত, ডাক্তার প্রবীর ভট্টাচার্য, এলাকার প্রধান অশোক ঘোষ, আঝাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তপন চৌধুরী সহ দুর্গোৎসব কমিটির সদস্যবৃন্দ। রক্তদাতাদের হাতে এদিন একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবির চলাকালীন রক্ত দেওয়ার পরও কার্ড নিয়ে গিয়ে মিলছেনা রক্ত বলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে বর্ধমান ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। অনুষ্ঠান শেষে অভিযোগকারীকে রক্ত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।