আগামীতে ক্লাসরুমে থাকা হবু মাস্টারমশাই দিদিমুণিরা আজো রাজপথে রাতভোর, ভিজে ত্রিপলের নীচে

নিজস্ব সংবাদদাতা :  ”ম্যাম এটা একটু বুঝিয়ে দেবেন”। ভবিষ্যতে হয়ত অংক কষে দিতে হবে তাদের। বুঝিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের পড়া। সেসব হবু মাস্টারমশাই আর দিদিমণিদের দেখা আজো মিলল কলকাতার প্রেস ক্লাবের সামনে। আমরণ অনশন আজ ষষ্ঠ দিনে গড়িয়েছে।হ্যাঁ আজ তারা এসেছেন নিজেদের হিসেব বুঝে নিতে।

    দাবি দফা নিয়ে রাজপথে ফুটপাত আঁকড়ে পড়ে আছেন বিগত ছয় দিন ধরে এসএসসি ওয়েটিংলিস্টে থাকা চাকুরিপ্রার্থীরা।অসুস্থ হয়ে অনেকজন হাসপাতালে গেছেন, আবার ফিরে এসে যোগদান করেছেন অনশন মঞ্চে। লাগাতার অনশনকারিদের চেক আপ চলছে।

     

    জীর্ণ অভুক্ত শরীর,চোখের নীচে কালোদাগ, শুকনো মুখ এমন টাই কলকাতা প্রেস ক্লাবের ফুটপাতের নাজারা।শুকনো মুখে আশার আলোর অপেক্ষায় তাকিয়ে আছেন তারা।তাদের একটাই কথা ” আমরা অযোগ্য অনশনকারী নই আমরা ওয়েটিংলিস্টে থাকা প্রার্থী “।”সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া অব্ধি তারা এক ইঞ্চি পিছুপা হবেন না ” বলে মঞ্চের তরফ থেকে জানান তারা।