করোনা ভাইরাসের আশঙ্কায় পাঁচশ বছরের প্রাচীন ধর্মরাজ পূজা জৌলুস হীন

করোনা ভাইরাসের আশঙ্কায় পাঁচশ বছরের প্রাচীন ধর্মরাজ পূজা জৌলুস হীন

    নতুন গতি প্রতিবেদক : অন্যান্য এলাকার মতো খয়রশোল ব্লকের লোকপুর পুরাতন পঞ্চায়েত অফিস সংলগ্ন ধর্মরাজ মন্দিরে নিয়মমাফিক পালন করা হয় ধর্মরাজ পূজা। তবে অন্য বছরের ন্যায় এবারে পূজার আয়োজন করা হয়েছে অনেক কাটছাঁট করে।কারন করোনা ভাইরাসের আশঙ্কায় এবং সরকারি নির্দেশ মোতাবেক ভিড় বা জমায়েত এড়াতে এধরনের পদক্ষেপ। মুষ্টিমেয় কিছু ভক্তদের উপস্থিতিতে সকলের মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় পূজার্চনা। স্থানীয় সমাজসেবী তপন চৌধুরী,কাজল চৌধুরী, জগন্নাথ দে প্রমুখদের সক্রিয় সহযোগিতায় সরকারি নির্দেশ পালনের জন্য মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় ও জমায়েত হতে বাধা দিতে দেখা যায়। উল্লেখ্য এখানে ধর্মরাজ পূজা ঘিরে যেমন দুদিন ব্যাপী গ্রামীণ মেলা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কিন্তু করোনা ভাইরাসের কারণে সমস্ত কিছু বন্ধ করা হয়, সেই সঙ্গে করোনা মুক্ত বিশ্বের জন্য বিশেষ প্রার্থনা করা হয় বলে এক সাক্ষাৎকারে জানান ধর্মরাজ মন্দিরের পুরোহিত প্রনব ভট্টাচার্য্য।