নৌকাডুবি মালদহের জগন্নাথপুর ঘাটের আহত ও নিহত সংখ্যা

    উজির আলী, চাঁচল, ০৪ অক্টোবর: মালদহের চাঁচল এলাকার মহানন্দা নদীতে নৌকা ডুবির ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি ওই উদ্ধার কাজে যুক্ত হয় দুর্যোগ বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাত্রে জগন্নাথপুর এলাকায় ঢল পড়ে রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারি আধিকারিকগনের। মানবিক টানে এদিন চাঁচল মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন ঘটনা স্থলে।
    এদের উপস্থিতিতে শুক্রবার সারাদিন উদ্ধার কার্য চালু থাকে।
    ইতিমধ্যে অসমর্থিত সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার রাতে দুজনের দেহ পাওয়া গেলেও আবারও শুক্রবার দুইজনের মরদেহ উদ্ধার হয়।

    স্থানীয় সূত্রানুযায়ী মরদেহ গুলি হল-
    বৃহস্পতিবার: দেহ উদ্ধার

    ১) হাজেরা বিবি
    সামী- ফেরাজুদ্দিন আহমেদ
    গ্রাম-মল্লিকপাড়া,থানা-চাঁচল

    ২) ১১৫ বছরের এক পৌঢ়ের পশ্চিমবঙ্গে
    দেহ পাওয়া যায়। তাঁর ছেলের নাম যায় বাবর্দি।
    বিহার রাজ্যের বারসই থানার রঘুনাথপুরের বাসিন্দা ছিল ওই পৌঢ়।

    শুক্রবার: দেহ উদ্ধার

    ৩)তামান্না পারভিন (১০)
    পিতা- হারেশ আলী
    গ্রাম-মল্লিকপাড়া,পোঃ- মহানন্দাপুর,থানা-চাঁচল

    ৪)নাজেরা বিবি(৪০)
    সামী-আরিফুল আলী
    গ্রাম-বেজপুরা, পোঃ-মালিকান থানা- হরিশ্চন্দ্রপুর

    বৃহস্পতিবার রাত্রেই সাঁতার কেটে কোনরকম কিনারায় পৌছে বাঁচে বেশ কয়েকজন।
    তারা বর্তমানে চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
    সম্ভাব্য আহত গুলি লক্ষ্য করা যায়ঃ

    ১)সুমা খাতুন(১৬)
    পিতা- সুলতান আলী,
    গ্রাম-ধঞ্জনা, থানা-চাঁচল

    ২)বিলকিস বিবি(৫০)
    সামী- সুলতান আলী
    গ্রাম- ধঞ্জনা,পোঃ,মললিকপাড়া,থানা-চাঁচল

    ৩) শেফালি বিবি(৪০)
    সামী-আববাস আলী
    লালগঞ্জ,ইটাহার(উঃ-দিঃ)

    ৪)জাসমিনা খাতুন(১০)
    পিতা- মহঃ জালাল
    উমরপুর,খরবা,থানা-চাঁচল

    ৫) জাহেদা বেওয়া(৬৫)
    সামী- মফিজুদ্দিন
    কাশিমপুর,খরবা,থানা-চাঁচল

    ৬) সিটন আলী(১৯)
    পিতা-রেজাউল হক
    গ্রাম-চয়নপুর,পোঃবরই, থানা-হরিশ্চন্দ্রপুর

    ৭) মহঃ সাকিল আলম(৩০)
    পিতা- সেজাউল হক
    গ্রাম-চয়নপুর, পোঃ-বরই থানা-হরিশ্চন্দ্রপুর

    এদিন মৃতদেহ গুলি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।এদিন দুটি মোটরবাইক ও তিনটি সাইকেল উদ্ধার করে দুর্যোগ বাহিনী। কিন্তু ডুবন্ত নৌকাটি উদ্ধার হয়নি বলে খবর।