রবিবার মালদা মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুরে সম্প্রীতি উৎসব ঘিরে গঙ্গার পাড়ে সাজো সাজো রব

নতুন গতি ডিজিটাল ডেস্ক: রবিবার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরে সম্প্রীতির উৎসব ঘিরে গঙ্গার পাড়ে সাজো সাজো রব। তৃণমূল কংগ্রেসের সমর্থনকারী দল অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশন (‌এআইএমও)‌ বিভিন্ন প্রচার করে থাকেন। পঞ্চানন্দপুরে গঙ্গার পাড়ে পুজো, ইদ ও বড়দিন উপলক্ষ্যে এই মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। একাধিক মন্ত্রী, বিধায়ক, একঝাঁক অভিনেতা অভিনেত্রী সহ অনেকে। জানা গেছে, এআইএমও রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত জেলায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে চলেছে। তৃণমূলের সমর্থনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে তারা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মালদা জেলার গঙ্গার পাড়ে এই সম্প্রীতির মিলন উৎসব। অল ইন্ডিয়া মাইনোরটি অর্গানাইজেশন- এর সর্বভারতীয় সভাপতি তথা অধ্যাপক নাসির আহমেদ জানান, ‘‌মুখ্যমন্ত্রীর নির্দেশে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মানুষের মধ্যে এনআরসি যে আতঙ্ক দূরীকরণে সম্প্রীতি ও মানবতার বাতাবরণ তৈরি করতে ঈদ, পুজো ও বড়দিন নিয়ে মিলন উৎসবের আয়োজন হয়েছে।